২৫
ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল আলোর ঝিলিকের নতুন বস্তি গোহাইলকান্দি , ময়মনসিংহ এর
উদ্বোধনী অনুষ্ঠান । আলোর ঝিলিকের আমন্ত্রিত অথিতি, স্বেচ্ছাসেবক, ছিন্নমূল শিশু ও
অভিভাবকদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশে
আমাদের নতুন ইউনিটটি উদ্বোধন করা হয়।
গোহাইলকান্দি ইউনিটের আওতায় ২0 জন ছিন্নমূল
শিশুদের শিক্ষা উপকরন বৃত্তি প্রদান করা হয়।এ শিক্ষা উপকরণ বৃত্তি প্রাপ্ত
ছিন্নমূল শিশুরা তাদের পুরো শিক্ষা জীবন(মাধ্যমিক পর্যন্ত) পাবে ইনশাল্লাহ। তাদের
প্রতিমাসে এ উপকরণ প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।তারপর শুরু হয় আলোচনা অনুষ্ঠান
ও মিলাদ মাহফিল এবং সব শেষে শিক্ষা উপকরণ
প্রদান।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, স্বেচ্ছাসেবক ও
অভিভাবকবৃন্দ সবার মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে গোহাইলকান্দি ইউনিট তাদের প্রতিবেদন
তুলে ধরেন এবং কোন্দ্রীয় পরিষদের হাতে প্রতিবেদনের একটি সংখ্যা হস্তান্তর করেন।
উল্লেখ্য, গত অক্টোবর থেকেই স্বেচ্ছাসেবকদের
ঐকান্তিক প্রচেষ্ঠায় প্রতিবেদনটি তৈরীর কাজ শুরু হয়। এক্ষেত্রে কাচিঝুলি ও
কেন্দ্রিয় ইউনিটের স্বেচ্ছাসেবকেরা গোহাইলকান্দি ইউনিটের বন্ধুদের সার্বিক সহযোগিতায়
প্রতিবেদনটি তৈরি সম্ভব হয়।
প্রতিবেদনের তথ্যানুসারে, ২০ জন
ছাত্র-ছাত্রীর ৬ জন ছাত্র, ১৪ জন ছাত্রী রয়েছ।এসব ছাত্র-ছাত্রীদের ৩ জন এতিম আর
বাকী ১৭ জন দরিদ্র পরিবারে সন্তান। অভিভাবকদের ৪ জন রিক্সাচালক, ৩জন মিস্ত্রি, ৫
জন চলমান ক্ষুদ্র ব্যবসায়ী, ১ জন ড্রাইভার এবং বাকীরা দিন মজুর। মায়েদের মাঝে ১১
জন গৃহিণী , ৮ জন মেসে বা বাসায় কাজ করে এবং ১ জন মৃত।তাদের মাসিক আয় গড় ১৫০০-২০০০
টাকা।
অনুষ্ঠানে দোয়ার মাধ্যমে আল্লাহ তায়লার
সহযোগিতা কামনা করা হয়। সবশেষে মিষ্টি মুখের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা
হয়।
উল্লেখ্য, এটি আলোর ঝিলিকের দ্বিতীয় ইউনিট।
এছাড়াও কাচিঝুলি বস্তিতে আলোর ঝিলিক ছিন্নমূল শিশুদের মাঝে ২০০৮ সাল থেকে কাজ করে
আসছে।
চমত্কার উদ্যোগ।
উত্তরমুছুন